ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজ্যে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অন্য কোনও রাজ্যে পেলে সরকার গড়ে ফেলতো। রাজ্যে বিজেপির ৭৫ জন বিধায়ক রয়েছেন। আমাদের বিধায়ক বেড়েছে। বিধানসভায় দম বন্ধ করে দেব।
বিধানসভা নির্বাচনের পর প্রথম জেলা সফরে বাঁকুড়ার বিষ্ণুপুরে এসব কথা বলেন তিনি।
রোববার বিষ্ণুপুরে সাংগঠনিক বৈঠক করেন দিলীপবাবু। সকালে চা-চক্রে যোগ দেন। দলীয় কর্মীদের অভাব অভিযোগ শোনেন তিনি। সেখানেই তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অন্য কোনও রাজ্যে পেলে সরকার গড়ে ফেলতো। রাজ্যে বিজেপির ৭৫ জন বিধায়ক রয়েছেন। বিধায়নসভায় দম বন্ধ করে দেবো। বাইরেও আন্দোলন করবো।’
বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ার কারণ বিশ্লেষণে দিলীপবাবু বলেন, ‘পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে আমাদের ফল ভাল হয়েছিল। কিন্তু বিধানসভায় আমরা কিছু জায়গায় হেরেছি। এর কারণ খতিয়ে দেখতে হবে। অনেক জায়গায় আমরা বুথ স্তর পর্যন্ত পৌঁছতে পারিনি। আমাদের কর্মীরাও অভিজ্ঞতায় নবীন। তবে আমাদের সংগঠন আগে থেকে অনেক মজবুত হয়েছে।’
তৃণমূলের প্রতিক্রিয়া: বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র সৌগত রায় বলেন, ‘আমাদের কেউ দমবন্ধ করতে পারবে না। বাইরে ওরা কত আন্দোলন করতে পারেন দেখা হয়ে গিয়েছে। ওরা শুধু মুখেই বড়বড় কথা বলতে পারে।’