মোদি-মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব আর সোহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

৪ জুলাই রোববার দুপরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্দর ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার ভারতে পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মো. সানিউল কাদের উপহারের আমবোঝাই ট্রাকটি বুঝে নেন।

উপহার সামগ্রীর মধ্যে ২ হাজার ৬০০ কেজি আম ছিল উল্লেখ করে আজিজুর রহমান জানান, ২৬০টি কার্টনে করে আমগুলো পাঠানো হয়।