মাস্কে ঢাকা পড়লো মোনালিসার হাসি!

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা পোট্রেট মোনালিসা সম্ভবত বিশ্বের সবেচেয়ে আলোচিত চিত্রকর্ম। পাঁচশ বছর আগে আঁকা এই পোট্রেটে মোনালিসার মুখে রয়েছে এক রহস্যময় হাসি।

সেই রহস্যময় হাসির মানে আজও খুঁজে চলেছে মানুষ। তবে সম্প্রতি মোনালিসার সেই ভুবন ভুলানো রহস্যময় হাসি ঢাকা পড়েছে মাস্কের আড়ালে।

ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ব্যাপারে সচেতনতা তৈরি আর ভ্যাকসিন নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে ভারতের নাগপুর পুলিশ মোনালিসার ছবিতে পরিয়ে দিয়েছেন মাস্ক।

একইসঙ্গে ছবির মোনালিসার হাতে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন।আরেকছবিতে মোনালিসার হাতে দেখা গেছে স্যানিটাইজার। ওইসব ছবি টুইটারে শেয়ার করেছেন তারা। শেয়ার করার পর তা ভাইরাল হয়।

এদিকে নাগপুর পুলিশের এই উদ্যোগের বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা। সচেতনতা ছাড়া কিছুতেই করোনা পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অনেকেই।