ফাইনালে যেসব রেকর্ড ভেঙে ফেলতে পারেন মেসি

আকাশি-সাদার জার্সিধারী লিওনেল মেসি পাঁচটি ফাইনাল খেলেছেন। তবে তিনি শিরোপার নাগাল পাননি একবারও। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারটা এখনও পোড়ায় তাকে। এরপর দুটি কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা অধরাই ছিল।

এবার কোপা আমেরিকা ফাইনাল আগামী রবিবার বাংলাদেশ সময় ভোরে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এদিন মেসির সামনে থাকবে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি।

রেকর্ডগুলো হলো-
১. ফাইনালে মাঠে নামলেই কোপা আমেরিকায় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি। রেকর্ড ভাগাভাগি করবেন চিলির সার্জিও লিভিংস্টোনের সঙ্গে। টুর্নামেন্টের শুরুতে মেসির কোপায় খেলায় ম্যাচের সংখ্যা ছিল ২৭টি। ফাইনালে মাঠে নামলে তা দাঁড়াবে ৩৪-এ।

২. এই রেকর্ড ছোঁয়া অবশ্য বেশ মুশকিল। ব্রাজিলের বিপক্ষে ৪ গোল দিতে হবে এ রেকর্ড ছুঁতে। বর্তমানে কোপায় মেসির গোল সংখ্যা ১৩। আর শতবর্ষের এই ১০ জাতির টুনামেন্টে সর্বোচ্চ গোলদাতা দুজন। ব্রাজিলিয়ান তারকা জিজিনিও এবং স্বদেশি তারকা নরবের্তো রদ্রিগেজ। তাদের গোল সংখ্যা ১৭। আদপে মুশকিল দেখালেও অসম্ভবকে সম্ভব করতে মেসির জুড়ি নেই। হয়েও যেতে পারে সেই রেকর্ড।

এবারের কোপায় ইতোমধ্যে যেসব রেকর্ড মেসির

১. সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে লাউতারো মার্টিনেজের গোলে নিজের পঞ্চম অ্যাসিস্টটি দেন মেসি, যা কোনো ফুটবলারের পা থেকেই একটি কোপা আমেরিকায় সর্বোচ্চ অ্যাসিস্ট সংখ্যা।

২. গোলের সংখ্যায়ও এগিয়ে তিনি। এখন পর্যন্ত ৪ গোল নিয়ে শীর্ষে আছেন মেসি। তাই গোল্ডেন বুটের প্রথম দাবিদার তিনিই।

৩. সতীর্থ হাভিয়ের ম্যাসচেরানোকে (১৪৭) পেছনে ফেলে বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লা আলবিসেলেস্তের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন আর্জেন্টাইন জাদুকর। বর্তমানে তার খেলা আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৫০।

৪. ম্যাসচেরানোর বদলেই সবচেয়ে বেশিবার ছয়বার কোপা আমেরিকায় অংশগ্রহণকারী আর্জেন্টাইন ফুটবলার এখন মেসিই। তথ্যসূত্র : গোল ডটকম