স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে বসবে কোরবানির হাট: এলজিআরডি মন্ত্রী

যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে সারা দেশে বসবে কোরবানির পশুর হাট বসবে।

সোমবার সকালে ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনার দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয় সভায় এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ইতোমধ্যে জানিয়েছেন, দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদি প্রাণী মজুদ আছে। আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত আছে। কোরবানিকে সামনে রেখে গত বছরের ন্যায় এবারও দেশের বাইরে থেকে গবাদিপশু আসতে দেওয়া হচ্ছে না।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, কোরবানির পশু পরিবহনে গত বছরের মতো এবারও ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালাবে রেলওয়ে। ঈদের আগে তিন দিন ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনে বিশেষ লাগেজ ট্রেন চালানো হবে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হবে।

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে আগামী ১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির হাট। ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯টিসহ মোট ১৯টি কোরবানির হাট বসছে এবার।

আগামী ২১ জুলাই ঈদুল আযহার দিন পর্যন্ত কোরবানির হাটগুলোতে পশু কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে প্ল্যাটফর্মে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনুরোধ জানিয়েছে।