ডিএমপির ঊর্ধ্বতন ৯ কর্মকর্তার রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল হয়েছে। এতে দুজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সাতজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) পদায়ন করা হয়েছে।

২৫ জুলাই রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে অপারেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অপারেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে আcvf বলা হয়, প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞাকে পেট্রোল-মতিঝিলে, সহকারী পুলিশ কমিশনার আরিফ মুহাম্মদ শাকুরকে সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে।

সহকারী পুলিশ কমিশনার বাহা উদ্দীন ভূঁঞাকে প্রটেকশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, সহকারী পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাসকে পেট্রোল-তেজগাঁও এবং সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।