দেশে এলো আরো ১০ লাখ চীনা টিকা

চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ১০টায় এ চালান দেশে পৌঁছায়। এছাড়া, রাত সোয়া ১টা ও রাত ৩টায় আরও ২০ লাখ টিকা পৌঁছানোর কথা রয়েছে।

বিমাবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চলতি মাসের শুরুতে চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এরপর ১৭ জুলাই দিবাগত রাতে দুই চালানে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকায় পৌঁছায় সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনার টিকা।

গত ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসছে এ সব টিকা।

কেনার বাইরে বাংলাদেশকে দুই দফায় উপহার হিসেবে চীন সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে। গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা দেশে আসে।

সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। এরপর ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ ডোজ সিনোফার্ম ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়।

গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। এরপর তা ব্যবহারে অনুমোদন দেয় বাংলাদেশও।

চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল।