অস্ট্রেলিয়াকে ১০৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

এলোমেলো ব্যাটিংয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র ১০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা

সিরিজ জিতে ব্যাটিংয়ে নামা। তাই তো টাইগারদের মনটা চাঙ্গা ছিল শুরুতে। ব্যাটিংয়ের শুরুটাও দুর্দান্ত করে বাংলাদেশ। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিলেন।

স্বাগতিকদের সতেজ মনোভাবটা মিলিয়ে যেতে সময় লাগেনি। ৩.৩ ওভারে ব্যক্তিগত ৮ রানে জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। ২৪ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি।

ওয়ান ডাউনে নামা সাকিব আল হাসানকে পেয়ে দ্বিতীয় উইকেটে ফের ২৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন নাঈম। দুজনের সাহসিকতায় পুঁজি বাড়িয়ে নেওয়ার স্বপ্ন বুনতে থাকে টাইগাররা। উইকেট পতনেও আসে সাময়িক বিরতি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের (১৫) বিদায়ে শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাঈম। তবে ২৮ রানের বেশি সংগ্রহ করতে পারেননি এ ওপেনার।

অন্য প্রান্তে যেন চলতে থাকে উইকেট উড়িয়ে দেওয়ার উৎসব। শেষ দিকে আফিফ হোসেন ২০ ও মেহেদী হাসান ২৩ রান যোগ করেন দলীয় স্কোরে।

বাকি ব্যাটসম্যানরা দুই অঙ্কও ছুঁতে পারেননি। আর মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান তো ক্রিজ থেকে ফেরেন শূন্য রানে।