যশোরে জাল সনদ দিয়ে এনআইডির জন্ম তারিখ পরিবর্তন করাতে গিয়ে যুবক আটক

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১৪ এর সুষ্পষ্ট লঙ্ঘন করায় ফারুক হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে বুধবার ১৮ আগষ্ট কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

মামলাটি করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ শওকত আলী। এ সময় ফারুক হোসেনকে পুলিশে সোপর্দ করেছেন।

ফারুক হোসেন যশোর সদর উপজেলার জিরাট গ্রামের আব্দুল মালেক ও মোছাঃ রোজিনা খাতুনের ছেলে।

জেলা নির্বাচন অফিসার তার মামলায় বলেছেন,উক্ত যুবক ফারুক ৩১/০১/২০১৭ ইং সালে সদর উপজেলা নির্বাচন অফিসে হাজির হয়ে তার একটি আইডি নং উল্লেখ করে জন্ম তারিখ ১০/৫/১৯৮৪ হতে ১০/৫/১৯৮৮ইং পূর্বক সংশোধনের আবেদন করেন।

ওই সময় আবেদনের সাথে ফারুক হোসেন এস,এস,সি জাল সনদ সংযুক্ত করেন। পরবর্তীতে উক্ত ফারুক হোসেন আবারো ১৪/৬/২০২০ ইং তারিখে জন্ম তারিখ ১০/৫/১৯৮৮ হতে ১০/৫/১৯৮৪ ইং অনলাইনে সংশোধনের আবেদন করেন।

এই সময়ের মধ্যে মূলত উক্ত ফারুকের জাল এস,এস,সি সনদের বিষয়টি ধরা পড়ে এবং তাকে অবহিত করে আবেদনটি বাতিল করা হয়।

ওই যুবক গত ১৯/০৭/২০২১ ইং পুনরায় জন্ম তারিখ ১০/৫/১৯৮৮ হতে ১০/৫/১৯৮৪ ও শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেনী হতে ৮ম শ্রেনীতে সংশোধনের আবেদন করেন।

তাছাড়া,তিনি বারবার সংশোধনের জন্য তদ্বীর করতে থাকে। যার ফলে তিনি জাতীয় পরিচয় নিবন্ধন আইন,২০১০ এর ধারা ১৪ সুস্পষ্ট লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পুলিশ ১৮ আগষ্ট বুধবার উক্ত যুবককে গ্রেফতার করেছে।