হেনরির আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ২২

ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন হেনরি। স্থানীয় সময় রোববার (২২ আগস্ট) দুপুরের পর রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি-১ মাত্রার এ ঘূর্ণিঝড়।

হারিকেনের প্রভাবে নিউজার্সি থেকে শুরু করে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। টেনেসিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২।

স্থানীয় সময় রোববার বিকেলে রোড আইল্যান্ড উপকূলে আঘাত হানে হারিকেন ‘হেনরি।’। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো এলাকা। বাড়িঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি উপড়ে গেছে বহু গাছপালা।

হারিকেনের প্রভাবে নিউ জার্সি ও ম্যাসাচুসেটসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টেনেসি অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি।

ধ্বংসস্তূপের ভেতর আটকেপড়া গাড়িতে হঠাৎ আগুন ধরে গেলে ক্ষয়ক্ষতি হয়। ব্রিজ ও রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় আটকা পড়েছেন অনেকে।

তাদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এরই মধ্যে কানেকটিকাটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২০ হাজারের বেশি লোক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডে বন্যার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের।