যশোরে করোনায় মৃৃৃত্যু ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৩

coronavirus jessore map

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু তিন জন।

মোট ৩০১ টি নমুনা পরীক্ষা করে এ ফল মিলেছে। জেলাতে করোনা শনাক্তের হার ১০.৯৬ শতাংশ শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।

ডা: রেহেনেওয়াজ জানান, সোমবার প্রাপ্ত ফলাফলে যশোর সদরে ২৮, শার্শায় ২, মনিরামপুরে ২, কেশবপুরে ০, ও চৌগাছায় ০, অভয়নগরে ১, বাঘারপাড়ায় ০, ঝিকরগাছায় ০, জনের করোনা পজেটিভ এসেছে।

এনিয়ে যশোরে ২১ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১৯ হাজার ৬৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মোট মারা গেছেন ৪৫৬ জন।

হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন করোনা রোগী। নতুন করে মারা গেছে তিন জন।