পোশাক শ্রমিকদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার

সারা বাংলাদেশেই সরকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার ১ সেপ্টেম্বর সাভারের রেডিও কলোনি এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার গার্মেন্টস উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন, করোনা কালীন সময়েও বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রফতানি খাতে ১৩ পার্সেন্ট আয় বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাদের আরও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে। কারখানা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন।

পরে প্রতিমন্ত্রী সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।