পাকিস্তানে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৩

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর ওপর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।

রোববার বেলুচিস্তানের মাসতুং জেলায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) চেকপয়েন্টে হামলার এ ঘটনা ঘটেছে বলে কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরাম ডন অনলাইনকে জানিয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২ জন পথচারি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। জানা যায়, কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সেখানে হাজারা শিয়া নামের পাকিস্তানের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ব্যবসায়ীরা সবজি কেনাবেচা করছিলেন। এক হামলাকারী মোটরসাইকেলে সেখানে গিয়ে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।

বেলুচিস্তানে শিয়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। প্রদেশের সুন্নি মুসলিমদের বিভিন্ন দল মূলত হামলাগুলো চালিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বেলুচিস্তানের নিরাপত্তারক্ষীরা প্রায়ই বিদ্রোহীদের হামলার শিকার হয়ে থাকেন।