২৪ ঘণ্টায় যশোরে করোনায় কোনো মৃত্যু হয়নি

coronavirus jessore map

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কেউ মারা যাননি।

তবে এ সময়ে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৬.৬৮ শতাংশ। যশোরের সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রেহেনেওয়াজ জানান, গত ১২ সেপ্টেম্বর করোনায় ৪ জনের মৃত্যু হলেও, ১৩ সেপ্টেম্বর তা কমে দাঁড়ায় ৩ জনে। তবে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কারোও মৃত্যু হয়নি।

এর আগে ১১ সেপ্টেম্বরও যশোরে মারা যায়নি কেউ। এনিয়ে জেলায় ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার ৪০৩টি নমুনাতে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তারমধ্যে যশোর সদরে ১৭, মনিরামপুরে ৩, কেশবপুরে ২, চৌগাছায় ২, শার্শায় ১, বাঘারপাড়ায় ১ ও ঝিকরগাছায় ১ জন রয়েছে।

এ নিয়ে জেলায় ২১ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২৯৫ জন।