অভয়নগরে বোমা বানাতে গিয়ে আহত ব্যক্তি মারা গেছেন

abhaynagar jessore map

যশোরের অভয়নগরে বোমা তৈরিকালে আহত শফিকুল ইসলাম সাপ্পু (৩৫) মারা গেছেন। গেল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার।

নিহত সাপ্পু নওয়াপাড়া পৌর এলাকার ইব্রাহিম মোল্যার ছেলে। তিনি স্থানীয় ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আসাদ বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

ডিবি ওসি রূপন কুমার সরকার জানান, অভয়নগর থানার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আহত আসামী শফিকুল ইসলাম সাপ্পুকে গুরুতর অবস্থায় গত (মঙ্গলবার) প্রথমে খুলনা মেডিক্যাল কলেজে নেয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন‍্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ২০ সেপ্টম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচন সামনে রেখে সোমবার রাত একটার দিকে শহরের রাজঘাট কার্পেটিং বাজার নামক এলাকায় নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হন সাপ্পু।

এ সময় বোমা বিস্ফোরণে ওই ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়ালে ফাটলের সৃষ্টি হয়। বোমায় সাপ্পুর হাতের তিনটি আঙুল, চোখ, মুখমন্ডল, বুক ও দুটি পায়ে মারাত্মকভাবে জখম হয়।

এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।