যশোরে ৩ ফুট উচ্চতার বর-কনের বিয়েতে হাজারো মানুষের ঢল

যশোরে মহা ধুমধামে তিন ফুট উচ্চতার বর ও কনের বিয়ে দিয়েছেন এলাকাবাসী। কনে সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুন। বর একই উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলাম। দুজনেরই শারীরিক বিকাশ স্বাভাবিক নয়।

শনিবার সকল আনুষ্ঠানিকতা শেষে নবদম্পত্তি গেছে নাইওরে। স্থানীয় এলাকাবাসী উদ্যোগ নিয়ে দুদিনব্যাপী আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন করেছেন। ৩ ফুট উচ্চতার এ দম্পত্তির বিয়েতে আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষের ঢল নামে।

নরেন্দ্রপুর গ্রামের পোস্ট অফিস এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির জানান, গ্রামের মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের উচ্চতা ৪২ ইঞ্চি হওয়ায় উপযুক্ত বয়স হলেও বিয়ের জন্য পাত্রী পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজ মেলে পাশের আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের।

তারও উচ্চতা কম হওয়ায় দীর্ঘদিন থেকে পাত্র পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় মোতাহার হোসেন বুলবুল, গাজী কামরুল ইসলাম, বিকাশ কুমার সেনসহ কয়েকজন এ দুজনকে বিয়ের পীড়িতে বসার উদ্যোগ নেন।

আলমগীর কবির আরও জানান, সকলে মিলে দুপরিবারের সদস্যদের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। যার ফলশ্রুতিতে শুক্রবার রাতে উভয়ের মধ্যে মুসলিম শরীয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে।
বরের খালু জাহাঙ্গীর বলেন, আমরা খুবই দারিদ্র পরিবারের মানুষ (রবিউল) বরের বাবা-মা কেউ নেই।

ছোট থেকে আমরাই মানুষ করেছি। ছেলেটা প্রতিবন্ধী হওয়ায় বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে গ্রামবাসীর সহায়তায় পাশের আন্দুলিয়া গ্রামের ময়না খাতুনের সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুজিত বিশ্বাস বলেন, শুক্রবার রবিউলের সাথে ময়নার বিয়ে সম্পন্ন হয়েছে।

এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় দুইটি মাইক্রোবাসসহ ২০ টি মোটরসাইকেল যোগে এই বিয়েতে ৬০ জন বরযাত্রী গিয়েছিলো। নিয়ম অনুযায়ী পরদিন শনিবার মহা ধুমধামের সাথে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয়রা। কনের এলাকা থেকে ৪০ জন আসেন এ অনুষ্ঠানে।

এদিকে দুই ক্ষুদে মানুষের বিয়েকে স্বাগত জানিয়েছে পোস্ট অফিসপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ। নব দম্পতিকে একনজর দেখতে এবং শুভকামনা জানাতে বর-কনের বাড়িতে ভিড় করছেন বহু নারী-পুরুষ। তাদের দেখতে আসা অনেকেই আবার উপঢৌকন নিয়ে আসছেন নবদম্পত্তির জন্য।