রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও চার জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে নওগাঁর ২ জন, জয়পুরহাট ও ঝিনাইদহের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে তিন জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী রোববার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন।

এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ১৮২টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।