যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

mamla rai

যশোরে স্কুলছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে শ্যালক ও ভগ্নিপতির বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামিদ্বয় হলেন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পারমিক মিত্তীনিপাড়ার (শেখপাড়া) নাহেদ শেখের ছেলে রুমন (১৮) ও তার ভগ্নিপতি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের তরিকুল ইসলাম।

যশোর সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা ওই স্কুল ছাত্রীর পিতা ১৮ সেপ্টেম্বর শনিবার কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আর আসামিরা তার আত্মীয়।

তার মেয়ে স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় উত্যক্ত করতো আসামি রুমন। এই কাজে তাকে সহযোগিতা করতো ভগ্নিপতি তরিকুল ইসলাম। প্রেমের প্রস্তাব দিলে তার মেয়ে অস্বীকৃতি জানায়।

ফলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের মতলব আটে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তার মেয়ে ও ছোট ছেলে বাজারে যাই খাতা কিনতে।

খাতা কিনে বাড়ি ফেরার পথে আসামিদ্বয় বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি ইজিবাইকে করে তার মেয়েকে উঠিয়ে চুড়ামনকাটির দিকে নিয়ে যায়।

এ সময় বাঁধা দিলে তার ছোট ছেলে শাহজালালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, অনেক খোঁজাখুজির পর তিনি তার মেয়ের খোঁজ জানতে পারেন।

যোগাযোগ করা হলে প্রথমে তার মেয়েকে ফেরৎ দেয়ার অশ্বাস দিলেও পরে ফেরৎ না পেয়ে তিনি কোতয়ালি থানায় মামলা করেন।