নির্বাচন সুষ্ঠু হয়েছে, দুই মৃত্যু বেদনাদায়ক: ই‌সি

EC

সারা দেশে একযোগে ১৬০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

তবে নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় দুইজনের মৃত্যুকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার সারাদেশে ১৬০টি ইউপি নির্বাচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, এটি আমাদের জন্য খুব বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা যে মহেশখালী এবং কুতুবদিয়ায় একজন করে দু’জন নিহত হয়েছেন।

তিনি বলেন, এই নির্বাচনে ২৪ জন লোক বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন। এছাড়া মোটামুটি সব জায়গায় আমরা যতটুকু খবর পেয়েছি নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, যে ঘটনার কথা আপনারা জেনেছেন- সেটি তাদের দুই গ্রুপের মধ্যে হয়ে মহেশখালীতে এই ঘটনাটি ঘটেছে।

আর কুতুবদিয়ায় যেটা…আমাদের প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিতে গিয়েছে, সেখানে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রিসাইডিং অফিসারের নির্দেশে গুলি করেছে। এটি তো করতেই হবে।