ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫ সেনা

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় দেশটির অন্তত ১৫ জন সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক মানুষও।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিস্ফোরক এবং অ্যান্টি ট্যাংক রকেট লঞ্চার ব্যবহার করে বিদ্রোহীরা সেনাদের একটি বহরে হামলা করে।

অন্য একটি বহরে একইভাবে বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়। এর ফলে দুই হামলায় অন্তত ১৫ সেনার মৃত্যু হয়। ক্যামেরুনে চার বছরেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে।

দেশটির আইনজীবী ও শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে দমন-পীড়ন চালানোর পর থেকেই এই সংকটের সূচনা হয়।

মূলত সরকারের সেই পদক্ষেপের পর থেকেই দেশটির বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গ্রুপ এক হয়ে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। তারা ক্যামেরুন থেকে আলাদা হয়ে অ্যাম্বাজোনিয়া নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চায়।