মণিরামপুরে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

monirampur jessore map

যশোরের মণিরামপুর রাজগঞ্জ বাজারের একটি দোকান থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে বাজারের জনৈক ব্যবসায়ী অর্জুনের দোকান থেকে এ জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী।

আদালতের উপস্থিতি টের পেয়ে অর্জুন দোকান ফেলে পালিয়ে যান। পরে বাজার কমিটির সহায়তায় আদালত জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলেন।

ধ্বংস করা কারেন্ট জালের আনুমানিক দাম ৭০-৮০ হাজার টাকা।এর আগে উপজেলার কামালপুর এলাকার খাল থেকে পাটা অপসারণ করেন একই আদালত।

উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, রাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ, আদালতের বেঞ্চ সহকারী ফাহিম আল মোমিন অভিযানকালে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী বলেন, আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানদার পালিয়ে গেছেন। তখন বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যদের উপস্থিতিতে রাজগঞ্জ বাজারের জাল ব্যবসায়ী অর্জুনের দোকান থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।