বেনাপোল দিয়ে ইলিশ রফতানির প্রথম চালান গেল ভারতে

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি সরকারের দেয়া অনুমতির প্রথম চালানে ২১ হাজার ১৫০ কেজি মাছ ভারতে রপ্তানি করা হয়েছ।

বিকাল ৫ টার সময় বাংলাদেশী ৪টি ট্রাকে ইলিশ মাছের এই প্রথম চালনটি বেনাপোল কাস্টমস ও মৎস অফিসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করে।

প্রতিবছর এর ন্যায় এ বছরও বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে মাছ রফতানির অনুমতি দেয়। দেশের ৫২ টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ২ হাজার ৮০ মেট্রিক টন মাছ রফতানির অনুমোদন দেয়।

তারই প্রথম চালান এর বাংলাদেশী ঢাকার রফতানি কারক প্রতিষ্ঠান ইউনিয়ন ভেনচার লিঃ ১৫০০০ কেজি ও খুলনার সাউথার্ন ফুডস লিঃ ৬১৫০ কেজি মাছ রপ্তানি করে। প্রতি কেজি মাছ ১০মার্কিন ডলার অনুযায়ী মোট ২১১৫০০ ডলার এর মাছ রপ্তানি করা হয়েছে।

যার বাংলাদেশী মুল্য ১৭৯৭৭৫০০ টাকা। ইউনিয়ান ভেনচার লিঃ এর প্রতিনিধি আলমগীর হোসেন বলেন প্রথম
চালানে আজ আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার কেজি মাছ রফতানি করলাম।

বাকি মাছ পর্যায় ক্রমে ভারতে প্রবেশ করবে। ওই রফতনি কারক প্রতিষ্ঠানের বেনাপোলের সিএন্ডএফ প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডার্স এর সত্বাধিকারী নুরুল আমিন বলেন, আজ আমাদের মাধ্যেমে ইউনিয়ন ভেনচার এর ১৫ হাজার কেজি মাছ ভারত প্রবেশ করেছে।

বাকি মাছও পর্যায়ক্রমে পৌছবে। এছাড়া যে ৫২ টি রপ্তানি কারক প্রতিষ্ঠান মাছ রফতানির অনুমতি পেয়েছে তার মধ্যে আমিও ৪০ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি করার অনুমতি পেয়েছি।

আগামীকাল বৃহস্পতিবার ওই চালানটি পাঠানো হবে। খুলনার রপ্তানি কারক প্রতিষ্ঠান সাউথার্ন ফুডস লিঃ ৬১৫০ কেজি মাছ রপ্তানির বেনাপোল লিনা এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ড ।

বেনাপোল মৎস অফিসের ইন্সপেক্টর আসওয়াদুল বলেন, আজ দুটি রফতানি কারক প্রতিষ্ঠানের মোট ২১১৫০ কেজি মাছ রফতানি হয়েছে। বাকি মাছ আগামি ১০ অক্টোবর এর মধ্যে ভারতে পাঠাতে হবে।

বাংলাদেশের ৫২ টি রফতানি কারক প্রতিষ্ঠানকে সরকার অনুমতি দিয়েছে। ওপরদিকে ভারত এর আমদানি কারক প্রতিষ্ঠান হলো কোলকাতার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ ও জেকে ইন্টারন্যাশনাল নামে দুইটি প্রতিষ্ঠান।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার এআরও শামিমুর রহমান বলেন, বিকাল ৫ টার সময় ২১১৫০ কেজি মাছ দুটি রফতানি কারক প্রতিষ্ঠান এর মাধ্যেমে রফতানি হয়েছে। তবে আরো মাছ রাত্রে যেতে পারে এমন সংবাদ আমাদের কাছে রয়েছে। ওই মাছ না যাওয়া পর্যন্ত কোন তথ্য আপাতত দিতে পারব না।