ভারতে আরও ২৫২০ টন ইলিশ রফতানির অনুমোদন

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দেয়। জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৫২০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার।

৬৩টি রফতানিকারক প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রফতানির সুযোগ পাবেন। কোনো ব্যবসায়ী অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রফতানি করতে পারবেন না।

এর আগে, সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০৮০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয়। ৫০টি রফতানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রফতানির সুযোগ দেওয়া হয়।