যশোরে সাবেক স্ত্রী তার স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে শাহ আলম নামে একজন ইজিবাইক চালকের বিরুদ্ধে সাবেক স্ত্রী তার বর্তমান স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার ২৪ সেপ্টেম্বর বিকালে শহরের মুজিব সড়কে তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। এঘটনায় গুরুতর আহত তানিয়া বেগম (২৫) ও তার স্বামী কবির হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত শাহ আলমকে আটক করেছে পুলিশ। শাহ আলম সদর উপজেলার পুলেরহাট গ্রামের বাসিন্দা। আহত তানিয়া বেগমের বর্তমান স্বামীর বাড়ি সদর উপজেলার মন্ডলগাতী গ্রামে।

কোতোয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম ভুক্তভোগীদের উদ্ধৃতি দিয়ে জানান, শাহ আলম ও তানিয়ার তালাক হয়ে যাওয়ার পর তানিয়া মন্ডলগাতী গ্রামের কবির হোসেনের সাথে আবার বিয়ে করেন। সন্ধ্যার একটু আগে তানিয়া স্বামী কবিরকে নিয়ে ক্যাফে প্রেসক্লাব থেকে খাওয়া দাওয়া করে বের হন।

এ সময় শাহ আলম হঠাৎ ইজিবাইক চালিয়ে এসে তাদের চাপা দেন। এরপর ইজিবাইক থেকে নেমে শাহআলম তানিয়াকে মারপিট করেন ও তার স্বামী কবিরকে ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন।

পরে পুলিশ খবর পেয়ে স্থানীদের সহযোগিতায় আহত তানিয়া ও তার স্বামীকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি শাহ আলমকে আটক করে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ইজিবাইক চালক শাহ আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।