বেনাপোলে যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত

যায়যায়দিনের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার সকাল ১১টায় বেনাপোলে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্টিত হয়েছে।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ১৬ বছর আগে দৈনিক যায়যায়দিন যাত্রা শুরু করে। সেই উপলক্ষে র‌্যালিটি বেনাপোল চেকপোষ্ট থেকে বের হয়ে বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে বেনাপোল যায়যায় দিনের অফিসে বেনাপোল প্রতিনিধি জিএম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, অতি অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে সাহসী ও খবরের পেছনের সঠিক তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক বকুল মাহবুব. সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান,

সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু, দপ্তর সম্পাদক মিলন হোসেন, দৈনিক আশার আলো অনলাইন পোর্টাল এর সম্পাদক আশাদুজ্জামান আশা ইমিগ্রেশন ওসি (তদন্ত) মুজিবর রহমান, এস আই জাকির হোসেন, এ এসআই সুব্রত দাস প্রমুখ।