এক মাছের ৪৮ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের দুই কিলোমিটার ভাটিতে চর কর্নেশন এলাকায় জেলে গোবিন্দ হালদারের জালে ধরা পড়ে মাছটি।

পরে মাছটি বিক্রির জন্য সকাল ৮ টার দিকে দৌলতদিয়ার ৬নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে আনা হয়। সেখানে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বাঘাইড় মাছটি জেলে গোবিন্দ হালদার সকালে বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে দুলাল মোল্লার মৎস্য আড়তে নিয়ে আনেন।

সেখানে নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকায় মাছটি কিনি।