ইয়েমেনে সংঘর্ষে ৫০ জনের প্রাণহানি

ইয়েমেনের কৌশলগত মারিব শহরে সরকার সমর্থক সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের তুমুল লড়াই হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

রোববার একাধিক সামরিক সূত্রের বরাতে এসব তথ্য জানা গেছে। খবর এএফপির। গত ৪৮ ঘণ্টায় খনিজ তেলসমৃদ্ধ মারিবের পশ্চিমে ৪৩ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।

তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারপন্থি সামরিক জোটের বিমান হামলায়। এদিকে সংঘাতে সাতজন সরকারপন্থি নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি সামরিক সূত্র।

মারিব শহরে চলতি মাসে ইরান-সমর্থিত হুতিরা নতুন করে হামলা শুরু করেছে। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটছে। মারিবের নিয়ন্ত্রণ নিতে শুধু সেপ্টেম্বরেই সৌদি-সমর্থিত সামরিক জোটের সঙ্গে হুতিদের লড়াইয়ে কমবেশি ৪০০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে শহরটির দখল নিতে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। ২০১৪ সাল থেকে ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াই চলে আসছে।

ইয়েমেনে চলমান লড়াইয়ে হাজারো মানুষ হতাহত হয়েছেন। বিশ্নেষকরা বলছেন, সংঘাত জর্জরিত দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে।