কারামুক্ত হলেন ঝুমন দাস

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ছয় মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকা ঝুমন দাস হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তাকে হাইকোর্ট থেকে জামিন আদেশ দেয়া হয়।

মঙ্গলবার বিকেলে ঝুমন দাসের জামিন সংক্রান্ত আদেশ সুনামগঞ্জ আদালতে পৌঁছায়। সন্ধ্যায় এ সংক্রান্ত কাগজ কারাগারে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পান ঝুমন দাশ।

সাবেক হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্যের প্রতিবাদে ঝুমন দাস গত ১৬ মার্চ ফেসবুকে একটি পোস্ট দেন। ওই ঘটনায় ধর্মীয় উসকানির অভিযোগে মামুনুল হকের অনুসারীরা রাতে বিক্ষোভ মিছিল করেন এবং পুলিশ ওই রাতেই ঝুমন দাসকে গ্রেপ্তার করে।

প্রায় এক সপ্তাহ পর ৫৪ ধারায় গ্রেফতার ঝুমন দাসের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামালায় ছয় মাসেরও বেশি সময় কারগারে ছিলেন ঝুমন দাস।