জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো.জুলফিকার আলী খাঁন পিতা হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

একইসাথে আরো ৫০হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭সালের ২৪সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের এক পর্যায়ে পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে পুত্র শাহিনুর।

প্রথমে আহত আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আহত আবু সাঈদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ডিসেম্বর আত্মসমর্পন করেন।

মামলার ২৫ জনের মধ্যে ১৬জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত শেষে পুত্র শাহিনুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।