যশোরে পূজা মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক কমিটি গঠন

যশোরে দূর্গা পূজা উপলক্ষে ২৬ সদস্যের সেচ্ছাসেবক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট। যারা আসন্ন দূর্গা উৎসবে সদরের বিভিন্ন মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে কাজ করবে।

বুধবার ৬ অক্টোবর ২০২১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট যশোর জেলা শাখার সদস্য সচিব শুভ নাথ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট (পরিবার) যশোর জেলা শাখার নেতৃবৃন্দ প্রশাসনের সাথে সেচ্ছাসেবক হিসেবে পূজা মন্ডপে সর্বাত্মক নিয়োজিত থাকবে।

এই জন্য সংগঠনটির জেলা শাখার পক্ষ থেকে ২৬ সদস্যের একটি সেচ্ছাসেবক গঠন করা হয়েছে। যারা পূজা উৎসবের ৫দিন যশোর সদর উপজেলার বিভিন্ন মন্ডপে দায়িত্ব পালন করবেন।

বিষয়টি জানিয়ে ইতোমধ্যে প্রশাসনকে কমিটির দায়িত্বপ্রাপ্তদের তালিকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, যশোর জেলায় এবার ৬০১টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় ৪৯টি মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।