১৫ অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

১৫ অক্টোবর থেকে বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু চালু করতে যাচ্ছে ভারত।

বৃহস্পতিবার ৭ অক্টোবর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এসব জানা গেছে।

লেখা হয়েছে, ১৫ অক্টোবর থেকে চার্টারড ফ্লাইটে আসা বিদেশি ট্যুরিস্টদের ভিসা দেয়া শুরু হবে।

সাধারণ পর্যটকরা এখনই এ ভিসা পাবেন না। সাধারণ ফ্লাইটে ভারতে যাওয়া পর্যটকদের ভিসার অপেক্ষা ফুরোবে ১৫ নভেম্বরে।

করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের মার্চ থেকে ভিসা এবং আন্তর্জাতিক ভ্রমণের উপর বিধিনিষেধ দেয় ভারত সরকার।  নতুন সিদ্ধান্তে সেসব বিধিনিষেধও শিথিল করা হয়েছে।