সমাজতান্ত্রিক দল ছাড়া সমাজ পরিবর্তন হবে না: ইনু

inu
ফাইল ছবি

সমাজতান্ত্রিক দল ছাড়া সমাজ পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার ৮ অক্টোবর সকাল ১১টায় কুড়িগ্রাম টাউন হলে আয়োজিত জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, বাংলাদেশে অসঙ্গতিপূর্ণ সমাজ ব্যবস্থা থেকে নারী পুরুষের মৌলিক অধিকার ও সুরক্ষা দিতে হবে। বাংলাদেশে এখনো শান্তি আসেনি।এখনো জঙ্গি জামায়তের ভয়ে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে না।

আমরা তাদের উৎখাত চাই। সমাজে পরিবর্তন আনতে হলে অবশ্য আমাদের প্রয়োজন আছে কেননা সমাজতান্ত্রিক দল ছাড়া সমাজ পরিবর্তন হবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন করছে। কিন্তু খড় কাটা ইঁদুরের কারণে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এরা হচ্ছে দুর্নীতিবাজ দলের ভিতর থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।

এরা বাংলাদেশের উন্নয়নের ট্রেনকে থমকে দিচ্ছে। বাইরের শত্রু রাজাকার আর ঘরের শত্রু খন্দকার মোস্তাকের দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আমরা ঐক্যে আছি।

আমরা সরকারের পক্ষে আছি। খড় কাটা ইঁদুরের উৎপাত থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান তিনি।