একদিনে হাসপাতালে ভর্তি আরও ২০৭ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত সারাদেশের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় আরও ২০৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

সোমবার ১১ অক্টোবর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩৩৬ জন। আর মোট মৃতের সংখ্যা ৭৮ জন। নতুন করে যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৬২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৫ জন রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৩৫ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৫৮ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৭৭ রোগী ভর্তি রয়েছে।