ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু,

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম।

এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুবদের এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে ৮ জন যুবকের মাঝে যুব ঋণের ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।