যমুনায় অবৈধ বালু উত্তোলন বন্ধ হলে নদী ভাঙ্গন রোধ হবে

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন জলবায়ু পরিবর্তনের ফলে দেশে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। তা’ছাড়াও বাঁধের সন্নিকটে অনেকেই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে।

তাই নদী ভাঙ্গন তীব্র দেখা দেয়। অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলেলৌহার বাঁধ দিলেও কাজ হবে না। তাই তিনি স্থানীয় প্রশাসনের অবৈধ বালু উত্তোলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দ্দেশ দেয়াসহ এলাকাবাসি সকলকে প্রতিহত করার আহব্বান জানিয়েছেন তিনি।

১ নভেম্বর সোমবার দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ড পয়েন্ট যমুনার ভাঙ্গন কবলিত এলাকায় জরুরী পরিদর্শন আসেন। পরিদর্শন শেষে তিনি এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনীময় সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের এমপি বেগম হোসনে আরা।

বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুস ছালাম প্রমুখ। পওে প্রধান অতিথি ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দ্দেশ দেন।