অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ জেলা কার্যালয়ের বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথভাবে কালীগঞ্জ শহরে বাজার তদারকি করে।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন কালীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করেন।

পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল কালীগঞ্জ শহরের গোহাটা রোড, নতুন বাজারে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ ও আদায় করেন।

এসময় ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশনায় ২ নভেম্বর মঙ্গলবার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কালীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোছাঃ শাহনাজ আক্তার। নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।