ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেনকে জয়ী করতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতিকের পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেন,
পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আগামী ১১ই নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।