শেখ রেহানাকে ভারত সফরের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানাকে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় প্রধান বক্তা হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।

ভারত সরকারের পদস্থ সরকারি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, দিল্লিতে এ অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর। ওই দিনই উদযাপিত হবে ‘মৈত্রী দিবস’।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার স্বাধীন বাংলাদেশ সরকারের স্বীকৃতি দিয়েছিল। সে দিনটিকেই উভয় দেশ ‘মৈত্রী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল ভারত সফর করবে। বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালার আয়োজক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের সভাপতি ভারতের উপরাষ্ট্রপতি বেংকাইয়া নাইডু এবং সাবেক রাষ্ট্রদূত বিজয় সিং ঠাকুর।