প্রীতি ফুটবল ম্যাচে ঝিনাইদহ প্রেসক্লাব ফুটবল একাদশের বিজয়

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি হাইস্কুল মাঠে শুক্রবার বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় ঝিনাইদহ প্রেসক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে জহির রায়হান ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে।

খেলায় কুমড়াবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,

সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু,সহ-সভাপতি ফয়সাল আহমেদ,বৃক্ষ প্রেমিক জহির রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খেলা শেষে অংশ গ্রহনকারী সকল খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়।