দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম নয়: নাফিজা

সূদুর যুক্তরাষ্ট্র থেকে নিজের বিয়ের খবর জানালেন লাক্স তারকা নাফিজা জাহান। ফেসবুকে ঘোমটা টানা লাজুক হাসির একটি ছবি পোস্ট করে নাফিজা ক্যাপশনে লিখেন তোমার সঙ্গে দেখা না হলে, ভালবাসার দেশটা আমার দেখা হত না…।

কয়েক ঘণ্টা পর আরও একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, চললে স্টাইলে চলি, নাইলে চলিই না। এই ছবির সূত্র ধরেই খোঁজ নিয়ে জানা গেলো তার বিয়ের বিষয়টি। যুক্তরাষ্ট্র থেকে তার ঘনিষ্ঠরা জানান, সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন নাফিজা।

শনিবার নতুন স্বামীর সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে স্পষ্ট করেই জানান তার বিয়ের কথা। আরও বলেন, দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম নয়।

ছবির ক্যাপশনে নাফিজা লিখেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি।

আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি।

সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই।

সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এটাই প্রথম না।

আলহামদুলিল্লাহ। নাফিজার বিয়ের খবরে শুভ কামনা জানিয়েছেন ঢাকা শোবিজের অনেকে।