নাইজারে শ্রেণিকক্ষে আগুনে পুড়ে ২৬ শিক্ষার্থী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ স্কুলশিক্ষার্থী।

সোমবার (৮ নভেম্বর) ওই স্কুলের খড় ও কাঠ দিয়ে তৈরি একটি শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ৯ নভেম্বর এক প্রতিদবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, নাইজারের মারাদি অঞ্চলের একটি স্কুলে আগুন লাগলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

মারাদির মেয়র ছাইবো আবুবাকার বলেন, এই মুহূর্তে আমরা ২৬ জনের মৃত্যুর কথা খবর জানতে পেরেছি। আরও ১৩ শিশু দগ্ধ হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

নাইজার বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। দেশটিতে হাজার হাজার ক্লাসরুম খড় ও কাঠ দিয়ে তৈরি। স্কুলগুলোতে বসার জন্য বেঞ্চ পর্যন্ত নাই।

তাই শিক্ষার্থীরা মাটিতে বসে ক্লাস করে থাকে। প্রায়ই এসব স্কুলে আগুন লাগলেও প্রাণহানির ঘটনা তেমন একটা ঘটে না। চলতি বছরের এপ্রিলেও একটি স্কুলে আগুনে ২০ জন স্কুলছাত্র দগ্ধ হয়।

নাইজার টিচার্স ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ইসুফু আরজিকা বলেছেন, সোমবারের অগ্নিকাণ্ড মারাদির স্কুলটি ‘ধ্বংস’ হয়ে গেছে।