জামালপুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ইউপি নির্বাচন

জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে আজ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন।

সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

আইন শৃংখলা পরিস্থিত সুষ্ঠ রাখতে ১৩ জন নির্বাহী মেজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। এ ছাড়া ৩ হাজার ৭ শ ২৮ জন পুলিশ,র‍্যাব,আনসার,বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধুমাত্র বাসচড়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হচ্ছে। বাকি ১৪ টি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহন হচ্ছে।

২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭ শত ৫৫ জন।যার মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৭ শত ৫৪ জন পুরুষ এবং ২ লাখ ৪ হাজার।