ঝিনাইদহে ডায়রিয়ায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে আনার আগেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাঈদ হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হাসপাতালে ভর্তি করার আগেই তার মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া জেলার ইবি থানার রসুলপুর গ্রামের বাবলু মন্ডলের পুত্র ও ঝিনাইদহ ব্যাপারীপাড়া মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র ছিলেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন উর রশিদ ওয়ান নিউজ বিডি’কে জানান, শনিবার সকালে মাদ্রাসা ছাত্র সাঈদ ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতলে ভর্তি করা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ঝিনাইদহে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ৮৫ জন ডায়রিয়া রোগী বর্তমানে ভর্তি রয়েছে।