যশোরে টিকা নিলো আরো ৮১০ শিক্ষার্থী

যশোরে দ্বিতীয় দিনে টিকা নিলো আরো ৮১০ জন শিক্ষার্থী। দুই দিনে টিকা নিয়েছে এক হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এখন পর্যন্ত জেলা টিকা দেওয়া হয়েছে ১৬ লাখ ৩৪ হাজার ৪৩৬ ডোজ।

সোমবার শুরু হয়েছে ১২ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। এদিনে পিটিআই কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে টিকা দেয়া হয়েছে ৭৬২ জনকে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, মঙ্গলবার জেলায় টিকা দেয়া হয়েছে ৫৪ হাজার ৯০৮ জনকে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে ছয় হাজার ৪৬৭ জন।

দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮ হাজার ৪৪১ জন। এদের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী টিকা নিয়েছে ৮১০ জন। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ১৬ লাখ ৩৪ হাজার ৪৩৬ ডোজ।

এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ১৬২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ২৭৪ জন।