সিরিয়ায় ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

সম্প্রতি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ার বেসামরিক জনগণের জীবনে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি হচ্ছে বলে দাবি করছে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বুধবার সিরিয়ার ফের হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি খালি ঘরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর আল-জাজিরার।

জানা যায়, ইসরায়েলের অধিকৃত গোলান উপত্যকা থেকে বুধবার মধ্যরাতে ক্ষেপণাস্ত্র দুটি উড়ে এসে রাজধানী দামেস্কোর দক্ষিণাঞ্চলে ভবনটির অবস্থানে গিয়ে আঘাত করেছে করেছে।

সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্রের একটি আকাশেই ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলির বিমান হামলায় চলতি মাসের শুরুতে হোমস ও উপকূলীয় শহর তারতুসের কাছে দুই সিরীয় সেনা নিহত হয়েছেন।

গেল মাসেও পালমিরার কাছে সিরিয়ার বিমান হামলায় এক সিরীয় সেনা নিহত ও আর তিনজন আহত হয়েছেন।সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ায় ইসরায়েলি হামলার পরিমাণ বেড়েছে। সিরীয় ভূখণ্ডে হামলা নিয়ে খুব কমই স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েল।