যশোর মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বুধবার ২৪ নভেম্বর কালেক্টরেট সভা কক্ষে অুনষ্ঠিত হয়েছে।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান,

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, বীরমুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল,

প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদদ্দৌলা, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি হারুন অর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম,

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সভায় গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়িত্ত¡শাসিত এবং বেসরকারি ভবন স্থাপনা সমূহে আলোক সজ্জা করা।

শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন স্থাপনা সমুহে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিত করণ। সূর্যোদ্বয়ের সঙ্গে সঙ্গে ৫০বার তোপধ্বনি মাাধ্যমে বিজয় দিবসের সূচনা, সরকারি আধা সরকারি, শ্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনে, বিপণী বিতান ব্যবসা প্রতিষ্ঠানে, উপজেলা পর্যায়ে,

পৌরসভা পাড়া মহল্লায় জাতীয় পতাকা যথাযথ ভাবে উঠানো ও নামানো, বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শামস উল হুদা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান,

স্কাউটস, রোভা স্কাউট, গার্লসগাইড, শিশু কিশোর সংগঠন, কর্তৃক কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ১১ টায় টাউনহল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকেল সাড়ে ৩টায় শামস উল হুদা স্টেডিয়ামে প্রবীণদের হাটা প্রতিযোগিতা,

বিকেল ৪টায় প্যীতি ফুটবল প্রতিযোগিতা জেলা প্রশাসন বনাম পৌরসভা নাগরিক একাদশ, সাড়ে ৫টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোওম ব্যবহার শীর্ষক আলোচনা,

বিজয় দিবসের তাতপর্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া,

হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, বৃদ্ধাশ্রম, কিশোর উন্নয়ণ কেন্দ্র, ডেকেয়ার, শিশু পরিবার, ভবঘুরেসহ বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে উন্নত মানের খাবার পরিবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হবে।