আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে।
মঙ্গলবার ৩০ নভেম্বর সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ বিভাগ।
তারা জানিয়েছে, ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্নের সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে।
এর আগের চলতি মাসের ২৪ তারিখে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছিল দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
তবে ২৮ নভেম্বর এনবিআর জানিয়েছিল, আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ তারিখ চলতি মাসের ৩০ তারিখ। এবং চলতি বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে না।