কেশবপুরে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয় ভাংচুর, কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেওয়াসহ নানা অভিযোগ এনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের কর্মীরা আমার আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি অব্যাহত রেখেছে।

শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমার আরও একটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে। এছাড়া আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি তারা পাথরা গ্রামের ঋষি সম্প্রদায়ের মানুষদেরকে শাসিয়ে গেছে। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস বলেন, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিচ্ছেন। নৌকা প্রতীকের কর্মীরা তার কোন কর্মীদের হুমকি-ধমকি দেয়নি এবং কোন অফিস ভাংচুর করেনি।