যশোরে ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা।

১৫ ডিসেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে তার সামনে চতুর্থ শ্রেণির কর্মচারিদের হাতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহাজাদ জাহান দিহান,

নাসিম ফাহমিদ ও সোহানুর রহমান সোহান শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার না হওয়ায় রোববার সকাল ১০ টায় হাসপাতাল চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ এ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

বিক্ষোভ সমাবেশ সংসঠনের সভাপতি সাইফুদ্দিন আহমেদ খান শিহাব জানান, ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে শাস্তির জন্যে হাসপাতাল প্রশাসনের কাছে একাধিক বার দাবি জাননো হয়েছে।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নাম মাত্র একটি তদন্ত কমিটি গঠন করে তাদের দায় সেরেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর দুপুরের দিকে হাসপাতালের ইন্টার্ণ ডাক্তার সোহানুর রহমান সোহান এক্সরে করার জন্য যান।

ওইসময় সেখানে দায়িত্বরত চতুর্থ শ্রেণির কর্মচারী মেহেদি তাকে অপেক্ষা করতে বলেন। এতে তাদের দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।