নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

body

কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে পিকআপের ধাক্কায় শাকিব (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় প্রার্থীর দুই ছেলে আহত হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের চান্দাইশ রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাকিব উপজেলার গোমকোট গ্রামের রুজিনা বেগমের ছেলে। পিকআপচালক ঘাতক জুয়েলকে পুলিশ আটক করেছে। তিনি দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ও নিহত শাকিবের মা রুজিনা বেগম বলেন, শাকিবের চার-পাঁচ বছর বয়সের সময় তার বাবা উপজেলার পূর্ব বামপাড়া গ্রামের জসিম উদ্দিন মারা যাওয়ার পর আমার দ্বিতীয় বিয়ে হয় নাওগোদা গ্রামের এয়াকুবের সঙ্গে। এর পর থেকে আমি স্বামী-সন্তান নিয়ে আমার বাপের বাড়ি বসবাস করে আসছি।

জানা যায়, সোমবার সকালে মৌকরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে তালগাছ প্রতীকের প্রার্থী শরিফা বেগমের নির্বাচনী পোস্টার লাগাতে যায় তারা।

এ সময় একটি পিকআপের ধাক্কায় শাকিবের মৃত্যু হয়। আহত হয় প্রার্থীর ছেলে অটোরিকশাচালক শহিদুল ইসলাম (২০) ও নাফিস (১২)। পুলিশ শাকিবের লাশ উদ্ধার করেছে।